রাজেন বাহিনীর কমান্ডসহ মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার রাজেন বাহিনীর কমান্ডসহ মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
রবিবার, ২৯ জুন ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

রাজেন বাহিনীর কমান্ডসহ মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১০৯ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক:::বরিশালে রাজেন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও দুটি পৃথক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. কামাল হোসেন বিপ্লব (পাভেলকে) গ্রেফতার করেছে উজিরপুর থানা পুলিশ।বুধবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টায় বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও অপরাধ) মো. ইকবাল হোছাইন পিপিএম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী রাজেন বাহিনী ঢাকার মতিঝিল ও শ্যামপুর এলাকায় চাঁদাবাজি করে বেড়াত। তাদেরকে চাঁদা দিতে কেউ অস্বীকার করলে তাকে তারা গুলি করে নির্মমভাবে মেরে ফেলতো। এর ধারাবাহিকতায় রাজেন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. কামাল হোসেন বিপ্লব পাভেল (৪৫) তার বাহিনী নিয়ে ২০০৮ সালের ১৩ আগস্ট সকাল ৮টায় ঢাকার শ্রমপুর থানাধীন রায়েরবাগ বাসস্টান্ড সংলগ্ন তমা হোটেল সুইট ফাস্ট ফুড অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে এলোপাতারি গুলি করে হোটেলের মালিক ফরিদ সরদারকে হত্যা করে।

একই ধারাবাহিকতায় ওই আসামী তার সহযোগীদের নিয়ে ২০০৯ সালের ৪ মে তৎকালীন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল খাদেম আনিসকে নির্মমভাবে গুলি করে হত্যা করে।ওই দুটি পৃথক হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে নিহত আমিনুল খাদেমের ছেলে মাহমুদুল হক খাদেম বাদী হয়ে মতিঝিল থানায় এবং অপর ভুক্তভোগী ফরিদ সরদারের স্ত্রী সুমাইয়া খানম বাদী হয়ে শ্যামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলা ২টি বিচার শেষে দ্রুত বিচার ট্রাইবুনাল-৪, ঢাকার বিচারক আসামি কামাল হোসেন বিপ্লব পাভেলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আসামি কামাল হোসেন বিপ্লব পাভেলের নামে সাজা পরোয়ানা উজিরপুর থানায় আসার পর পুলিশ তাকে
গ্রেফতার করার জন্য খুঁজতেছিল। এরই ধারাবাহিকতায় আজ ১৮ মে বেলা ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানাধীন শালক ইউনিয়নের দক্ষিণ ধামুরা এলাকা হতে এএসআই (নি.) মো. আহছাব উদ্দিনের নেতৃত্বে উজিরপুর মডেল থানা পুলিশ কামাল হোসেন বিপ্লব পাভেলকে গ্ৰেফতার করে।গ্ৰেফতার আসামি কামাল হোসেন বিপ্লব পাভেল উজিরপুর উপজেলার ধামুড়া ইউনিয়নের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ (সদর) সুপার সুদীপ্ত সরকার, উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আলী আর্শেদসহ জেলা পুলিশের নেতৃবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর