আজকাল ডেস্ক : বরিশাল নগরীতে চাকুরির প্রলোভন দেখিয়ে মেয়েদের জিম্মি করে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ৫ হোতা গ্রেপ্তার। ইতিমধ্যেই বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার নগরীর সমস্ত আবাসিক হোটেল মালিক কর্তৃপক্ষের সাথে অনৈতিক কর্মকাণ্ড বন্ধকল্পে বহুবার হুঁশিয়ারী ও মতবিনিময় করেছেন। সকলেই বিএমপি কমিশনারকে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে সর্বোচ্চ আন্তরিক হয়ে হোটেল পরিচালনার অঙ্গিকার করেন। কিছু অসাধু ব্যক্তি অঙ্গীকারের কথা ভুলে গিয়ে পুরনো ব্যবসায় মনোযোগ দিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে, উপ-পুলিশ কমিশনার নগর গোয়েন্দা বিএমপি মোঃ মনজুর রহমান পিপিএম-বার এর সার্বিক দিক নির্দেশনায়, গত ২ থেকে ৪ আগষ্ট’২০২০ পর্যন্ত দুটি পৃথক অভিযানে কোতয়ালী মডেল থানাধীন হোটেল পায়েল ও হোটেল ঝিনুক আবাসিক হোটেল থেকে চাকুরির প্রলোভন দেখিয়ে জিম্মি করে চাকুরী প্রত্যাশী মেয়েদের অনৈতিক কাজে বাধ্য করার অপরাধে মোট পাঁচজনকে আটক ও চারজন ভিক্টিম উদ্ধার করেন মহানগর গোয়েন্দা বিএমপি। ২ আগষ্ট’২০২০ পাতার হাট আবাসিক হোটেল অভিযানে পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হালিম খন্দকার, এসআই দেলোয়ার হোসেন পিপিএম, এসআই নজরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার বিএমপি ডিবি মোঃ রবিউল ইসলাম শামীম এবং ৪ আগষ্ট’২০২০ হোটেল ঝিনুক আবাসিক হোটেল অভিযানে পুলিশ পরিদর্শক হরিদাস পাল, এসআই মোঃ ফিরোজ আলম মুন্সি সহ সঙ্গীয় ফোর্সের নেতৃত্ব দেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএমপি ডিবি মোঃ রেজাউল করিম।
দুটি পৃথক অভিযানে হোটেল পাতার হাট থেকে আটক তিনজন হলেন : –
১. মোঃ সেলিম চৌকিদার
২. মোঃ আনোয়ার হোসেন
৩. মোঃ বেলাল গাজী
ও ঝিনুক আবাসিক হোটেল থেকে ২ জন আটক আসামি হলেন :-
১. সেলিম খান
২. আঃ আজিজ খান
এবং ৩ নম্বর আসামী রাজু কৌশলে পলিয়ে যায়।
আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানা গেছে।
Leave a Reply