মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।।”ঢনারীর জন্যবিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর -১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
৯ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জয়িতাদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী।বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান,নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস, সাংবাদিক আমির হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি ও কাউন্সিলর ফিরোজ আলম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার,সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলরুবা বেগম প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরীতে নির্বাচিত পাঁচ জন জয়িতাকে পুরস্কার প্রদান করা হয়। এসময় তারা নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সানজিদা সূচী।
Leave a Reply