বছরের শেষ মুহূর্তে এসে বছরজুড়ে আলোচিত ও জনপ্রিয় ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকা প্রকাশ করেছে শর্ট ভিডিও ও বিনোদনের অনলাইন প্লাটফর্ম টিকটক। ট্রেন্ড বিশ্লেষণ ও অভ্যন্তরীণ গবেষণার মাধ্যমে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত টিকটকে প্রকাশ হওয়া জনপ্রিয় ও আলোচিত ভিডিওগুলো নিয়ে প্রকাশ করা হয়েছে এই তালিকা।
প্লাটফর্মটিতে বিনোদন, লাইফস্টাইল, শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতির কনটেন্ট রয়েছে যা বিভিন্ন সময় ব্যবহারকারী দর্শকদের মুগ্ধ করেছে। আর প্রকাশ হওয়া তালিকায় ভিডিও নির্মাতাদের মধ্যে শীর্ষে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। এই খবর পুরনো হবার আগেই সাফাকে দেখা গেল হাতির শুঁড়ের মধ্যে।
সাফা দেশ বিদেশে ঘুরতে পছন্দ করেন। নতুন বছরেও দেশের বাইরে ঘুরতে গিয়েছেন। কিন্তু কোথায় গিয়েছেন সেটা বলেননি। নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন সেখানে দেখা গেল তাঁকে হাতির শুঁড়ের মধ্যে।
ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শুধু আমার আগ্রহ দেখুন, আমি তাদের সঙ্গে দেখা করে খুব খুশি ছিলাম। এবং তারা আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছিল যা আমার কাছে চমৎকার লেগেছে। আমি শুনেছি হাতি নাকি শক্তি, ক্ষমতার প্রতীক। হাতিদের এই আলিঙ্গন সত্যিই শক্তি এবং সমবেদনার প্রতীক। এই আলিঙ্গনের মুহুর্তটি আপনার ভালবাসা এবং উপলব্ধি দেখানোর একটি উপযুক্ত উপায় হতে পারে।’
Leave a Reply