তৃণমূল পর্যায়ের ছয় নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিহষ্কার করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া গাজীপুর শ্রীপুর উপজেলার এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যহার করা হয়েছে।
বহিষ্ককৃতদের মধ্যে আছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল হোসেন। তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এ ছাড়া রাজশাহীর তাহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলতাফ হোসেন, বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ছালাম পারভেজ, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. রাশেদুল ইসলাম এবং গণিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মো. জামিল আহমেদকে বহিষ্কার করেছে বিএনপি।
বহিষ্কারদাশে তুলে নেওয়া বিএনপি নেতার নাম মো. শাজাহান মোড়ল। তিনি গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক। তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
Leave a Reply