বরগুনার আমতলী থানা পুলিশ চুরি হওয়া তিনটি গরু উদ্ধার করে ৩ চোরকে গ্রেফতার করেছে। আমতলী থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত শুক্রবার ভোররাতে উপজেলার ঘটখালী গ্রামের খলিলুর রহমান হাওলাদারের একটি গাভীন গরুসহ ৩টি গরু চুরি হয়। চুরির অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষনিক সন্দেহভাজনদের মোবাইল ফোনালাপ ট্রাকিং বিভিন্ন সোর্স ব্যবহার করে গতকাল (শনিবার) সন্ধ্যায় আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরশহরের বটতলা এলাকা থেকে ৩ গরু চোর আল-আমিন, সেলিম ও মজিবরকে আটক করে। তারা এ গরু চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করে।
আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী আজ (রবিবার) বরিশাল কাউনিয়া থানা পুলিশের সহযোগিতায় সকালে আমতলী থানার এসআই আল-আমিনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলার পূর্ব হবিনগর গ্রামের জাকির হোসেনের বাড়ি থেকে চুরি হওয়া গরু তিনটি উদ্ধার করেন। ওই জাকির হোসেন বিভিন্ন চোরাই গরু ক্রয় করেন বলে পুলিশ জানান।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, গ্রেফতারকৃত ৩ গরু চোরকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply