পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগ পাওয়া গেছে। সকাল কিংবা রাতের আধাঁরে উপজেলার ছোট ছোট খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছে একদল অসাধু চক্র।
জানা যায়, উপজেলার মৌডুবী ফরেস্ট বিটের আওতাধীন বনবিভাগের আশাবাড়িয়া ও চরতুফানিয়ার কয়েকটি সরকারি খালে সকাল কিংবা রাতে ভাটার সময় বিষ প্রয়োগ করে মাছ শিকার করা হচ্ছে। এ বিষ দেয়ার ফলে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। একই সাথে বিষাক্ত মাছ খাওয়ায় স্বাস্থ্যঝুঁকিতে এলাকার মানুষ।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, একটি চক্র মৌডুবীর বনবিভাগের খালে অহরহ বিষ দিয়ে মাছ ধরছে।
তিনি ভুইয়াকান্দা গ্রামের বাসিন্দা দুলালকে (৩০) চিহ্নিত করে বলেন, তিনি বিষ প্রয়োগ করে মাছ শিকার করছেন। একাধিকবার বনবিভাগের কর্মকর্তাদের হাতে ধরা পরার পরও পার পেয়ে যাচ্ছেন। এই চক্রটিকে গ্রেফতারের দাবিও জানান তিনি।
এ বিষয়ে উপজেলার মৌডুবী ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা জানান, একদল চক্র বিষ প্রয়োগ করে মাছ শিকার করতে পারে। আমাদের ওইভাবে এক্সেস নেই সব সময় টহল দিতে পারবো এবং দ্রুতগামী নৌ-যান নেই যে টহল দিবো। যার কারণে চক্রটির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারছি না।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, বিষ প্রয়োগ করে মাছ শিকার করা অপরাধ। এমন ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিবো।
Leave a Reply