দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনার পালা। এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে পাওয়া ফলাফল অনুযায়ী ভরাডুবির পথে রয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।
আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে ভোটের লড়াইয়ে কূল পাননি জাপার কোনো প্রার্থী। কেবল আওয়ামী লীগ জাপাকে যে ২৬টি আসনে ছাড় দিয়েছিল তার মধ্যে একমাত্র জয়ের পথে রয়েছেন দলের কো চেয়ারম্যান পটুয়াখালী ১ আসনের প্রার্থী রুহুল আমিন হাওলাদার। রংপুর ৩ আসনের প্রার্থী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা কোন কথা বলতেছেন না। ফলে তার ফলাফল সম্পর্কে জানা যায়নি।
রবিবার রাত ৮টা পর্যন্ত আংশিক যে ফলাফল পাওয়া গেছে জাতীয় পার্টির ২৬ আসনের মধ্যে বড় ব্যবধানে পিছিয়ে আছেন নীলফামারী-৩ রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান, রংপুর-১ হোসেন মকবুল শাহরিয়ার), কুড়িগ্রাম-১ এ কে এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ শামীম হায়দার পাটোয়ারী,গাইবান্ধা-২ জাপার মো. আব্দুর রশিদ সরকার, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, মানিকগঞ্জ-১ জহিরুল আলম রুবেল এবং ঢাকা-১৮ শেরীফা কাদের।
Leave a Reply