চিকিৎসা শেষে আগামীকাল বৃহস্পতিবার বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ বুধবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ‘আজ রাতে এভারকেয়ার হাসপাতাল গঠিত মেডিকেল বোর্ড সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করে বিএনপি চেয়ারপারসনের বাসায় ফেরার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।’
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল। এ দফায় দীর্ঘদিন তাকে হাসপাতালে থাকতে হয়েছে। হাসপাতালে থাকাবস্থায় তাকে কয়েকদফায় কেবিন থেকে করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছিলো। তার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে তার চিকিৎসায় হাসপাতাল গঠিত মেডিকেল বোর্ড বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।’
গত বছরের ৯ আগষ্ট খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে একাধিকবার হাসপাতালে নেওয়া হলেও এতোদিন তাকে হাসপাতালে থাকতে হয়নি।
Leave a Reply