১৮ মাস পর খুললো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ১৮ মাস পর খুললো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : hafija khan : hafija khan
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

১৮ মাস পর খুললো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য

Reporter Name
  • আপডেটের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৪ সময় দর্শন

প্রায় ১৮ মাস পরে খুলেছে দেশের প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।
আমাদের দেশে ২০২০ সালের মার্চ মাসে করোনার সংক্রমণ শুরু হয়। সংক্রমণ শুরুর পর মধ্য মার্চ থেকেই বন্ধ করে দেওয়া হয় সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান।
প্রায় দের বছর পর বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমে আসলে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১২ সেপ্টেম্বর রবিবার থেকে পরিপূর্ণ স্বাস্থ্য বিধি অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে।
বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে জানা গেছে নলছিটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানেই সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি অনুসরণ করে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছ।
উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকারি সিদ্ধান্তের পর থেকেই শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে জুম মিটিংসহ শিক্ষকদের সাথে একাধিকবার আলোচনা করেছি। আজকেও খবর নিয়েছি শিক্ষার্থীরা স্বাস্থ্য বিধি মেনে উৎসব মুখর পরিবেশে শ্রেণি কার্যক্রমে অংশ গ্রহণ করেছে। আশা করছি সবাই সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চললে আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে না। এছাড়াও ঝালকাঠির জেলা প্রশাসক মহোদয় শিক্ষা সংশ্লিষ্টদের সাথে ভার্চুয়াল সভা করে নির্দেশনা দিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু; আনোয়ার আজীম বলেন তিনি সকাল থেকেই নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়,নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ, নলছিটি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সরজমিন পরিদর্শন করেছি। অন্যান্য প্রতিষ্ঠানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেছি। সকল শিক্ষা প্রতিষ্ঠানেই সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। বিদ্যালয়ের উপস্থিতির হার সন্তোষজনক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর