নিজস্ব প্রতিবেদক::বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের পুকুরে গোসল করতে নেমে সীমান্ত কর্মকার (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে বাকসু ভবনের সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।সীমান্ত কর্মকার নগরীর শেরেবাংলা সড়কের বাসিন্দা ও সরকারি আলেকান্দা কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন।
প্রতক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বন্ধুদের নিয়ে বিএম কলেজের পুকুরে গোসল করতে নামেন সীমান্ত। কিছুক্ষণ পর তিনি পানিতে ডুবে যান। পরে তার বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেন। তারা এসে পুকুরে তল্লাশি শুরু করেন। দুপুর আড়াইটার দিকে সীমান্তের মরদেহ উদ্ধার করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply