নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে চাঁদা আদায়ের সময় জুম্মান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বরিশাল কোতয়ালি মডেল থানার পুলিশ তাঁকে আটক করে।
আটক ওই যুবকের নাম মো. জুম্মান হোসেন (৩০)। তিনি শহরের ২৩ নম্বর ওয়ার্ডের টিয়াখালির ঠাকুরবাড়ি এলাকার মো. আবদুল জলিল মুনসির ছেলে।কোতয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি/তদন্ত) মো. লোকমান হোসেন বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে জুম্মান হোসেন নামের ওই যুবক হাতে একটি ওয়াকিটকি সেট ও দুটি কার্ড পকেটে ঝুলিয়ে ঘোরাঘুরি করেছিলেন। একপর্যায়ে হাসপাতালে আসা রোগীর স্বজনদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে এবং হাসপাতালের সামনের ফুটপাতের দোকানদারদের কাছ থেকে নিজেকে পুলিশের লোক পরিচয় দিয়ে টাকা আদায় করছিলেন। এ সময় লোকজনের সন্দেহ হয়। পরে তাঁরা বিষয়টি কোতয়ালি থানা–পুলিশকে ফোন করে জানান।
খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হাসপাতালে পুলিশের নিয়ন্ত্রণকক্ষে নিয়ে যায়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি (জুম্মান) স্বীকার করেন, ভুয়া পুলিশ পরিচয় দিয়ে তিনি লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা তুলছিলেন।
কোতয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি/তদন্ত) মো. লোকমান হোসেন বলেন, আটক জুম্মান হোসেন দীর্ঘদিন ধরেই নগরের বিভিন্ন এলাকায় ঘুরে পুলিশ পরিচয় দিয়ে লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Leave a Reply