অনলাইন ডেস্ক:: রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেন সরদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।সংঘর্ষে ইসকানি দেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম।মকবুল হোসেন সরদার নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি ও মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের সদস্য।
শুক্রবার সন্ধ্যায় তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেয়া, হমলা ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা করে পুলিশ। সে মামলায় মকবুল ১ নম্বর আাসামি।গোয়েন্দা তদন্ত রিপোর্ট বলছে, ঘটনা শুরুর পর থেকে সংঘর্ষ ছড়িয়ে দিতে ব্যবসায়ী ও শিক্ষার্থী দুই মহলকেই উসকে দিয়েছেন মকবুলসহ আরও কয়েকজন বিএনপি নেতাকর্মী। যে দুই ফাস্টফুডের কর্মচারীদের বিবাদে ঘটনার সূতপাত হয়েছিল সেই ওয়েলকাম ও ক্যাপিটাল নামের দোকান দুটির মালিক এই মকবুল।
ওয়েলকাম দোকানটি পরিচালনা করত মকবুলের আপন ভাই রফিক হোসেন সরদার ও ক্যাপিটাল দোকানটি পরিচালনা করতো মকবুলের চাচাতো ভাই শহিদুল হোসেন সরদার।গোয়েন্দা তদন্ত রিপোর্ট বলছে, ঘটনা শুরুর পর থেকে সংঘর্ষ ছড়িয়ে দিতে ব্যবসায়ী ও শিক্ষার্থী দুই মহলকেই উসকে দিয়েছেন মকবুলসহ আরও কয়েকজন বিএনপি নেতাকর্মী। যে দুই ফাস্টফুডের কর্মচারীদের বিবাদে ঘটনার সূতপাত হয়েছিল সেই ওয়েলকাম ও ক্যাপিটাল নামের দোকান দুটির মালিক এই মকবুল।
ওয়েলকাম দোকানটি পরিচালনা করত মকবুলের আপন ভাই রফিক হোসেন সরদার ও ক্যাপিটাল দোকানটি পরিচালনা করতো মকবুলের চাচাতো ভাই শহিদুল হোসেন সরদার।
Leave a Reply