টলিউডের সুশ্রী গার্ল শ্রাবন্তী তার মিষ্টি স্বভাবের জন্য পরিচিত৷ অনস্ক্রিন বা অফস্ক্রিন যেভাবেই হোক তার কিউট স্মাইল ছাড়া সবকিছুই অসমাপ্ত লাগে ভক্তদের৷ এই মিষ্টতার বেড়াজাল ভেঙে মাঝে মধ্যেই বোল্ড অবতারে দেখা যায় তাকে৷ তবে এবার শ্রাবন্তীর ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবি যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে চারিদিকে৷
এরইমধ্যে তার দুটি ছবি মুক্তি পেতে চলছে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত ‘উমা’ এবং জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘ভাইজান এলোরে’৷ দুটি ভিন্ন ধারার ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী৷
অন্যদিকে তার ‘পিয়ারে’ ছবিতে সোহমের সঙ্গে ফের কাঁপাতে চলেছেন সিনেমার পর্দা৷ এই ছবিটির পোস্টার ছাড়া এখনও সেরকম কিছুই মুক্তি পায়নি৷
সম্প্রতি শ্রাবন্তীর বেশ কয়েকটি হট ফটো এখন টলিপাড়ার হটকেক৷ ‘ভাইজান এলো রে’ ছবির শ্যুটিংয়ের ফাঁকে ফটোশ্যুটে মেতেছিলেন শ্রাবন্তী৷ বিদেশের মাটিতে গিয়ে লাল মিডি ড্রেসে তাকে বারবি ডলের মতো দেখাচ্ছিল৷
Leave a Reply