মিলন কান্তি দাস, নলছিটি (ঝালকাঠি )।।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক(কারিগরি শাখা) নির্বাচিত হয়েছেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র শিক্ষক বিন ই আমিন। তিনি ২০০০ সাল থেকে ওই প্রতিষ্ঠানের কারিগরি শাখায় সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি শিক্ষা বিষয়ক অনলাইন পত্রিকা শিক্ষাবার্তা’র সাথে যুক্ত আছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে দীর্ঘ দিন ধরে যুক্ত আছেন।
উপজেলা শিক্ষা অফিসার মোহম্মদ আনোয়ার আজীম জানান উপজেলা নির্বাহী অফিসার, একাডেমিক সুপারভাইজার বদরুল আমিনসহ নির্বাচক
প্যানেল সবদিক বিবেচনা করে তাকে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক(কারিগরি শাখা) হিসেবে নির্বাচিত করেছেন । তিনি জেলা পর্যায়ে উপজেলার জন্য সম্মান বয়ে আনবে বলে প্রত্যাশা করেন।
Leave a Reply