মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।।
নলছিটিতে এক প্রবাসীর বাড়ীতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
উপজেলার দপদপিয়া ইউনিয়নের অফিসের হাট এলাকায় ২৭ মে শুক্রবার দিবাগত রাতে প্রবাসী বাবুল মিয়ার বাড়ির জানালার গ্রিল কেটে চোরের দল প্রবেশ করে। ঘরে থাকা লোকেদের মারধর করে নগদ টাকা, স্বর্ণ ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।
তিনি জানান, রাত আনুমানিক ৩টার দিকে চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটে নেয়। এরপর আমার স্ত্রীকে জিম্মি করে উপরের তলায় আমার ভাইয়ের স্ত্রী‘র ঘরে প্রবেশ করে সেখান থেকেও নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে তারা চলে যায়।
চোরের দল দুই পরিবার থেকে আনুমানিক বিশ লক্ষাধিক টাকার মালামাল নিয়েছে বলে তিনি দাবি করেছেন। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মু: আতাউর রহমান।
Leave a Reply