নিজস্ব প্রতিবেদক:::চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১৮ জন মানুষের মৃত্যু ও ৪০০’র বেশি মানুষ দগ্ধ হয়েছে। বিস্ফোরণের এই ভয়াবহতা ছিল প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে। এ সময় ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি–ঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে।
শনিবার (৫ জুন) রাত ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন।
ডিপোর আশপাশের বাসিন্দারা জানান, ‘বিস্ফোরণের শব্দ ও ধাক্কা এতো তীব্র ছিল যে, মনে হয়েছিল মরেই যাবো। বাচ্চারা ভয়ে কেঁপে উঠছিল। মনে হচ্ছিল ভূমিকম্পের মতো সব শেষ হয়ে যাচ্ছে।’
এদিকে সকাল হতেই স্বজন আর বন্ধুদের খোঁজে ডিপোর প্রবেশমুখে ভিড় করেছেন শতাধিক মানুষ। বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দাদের অনেকেই নিরাপদ দূরত্বে সরে গেছেন। অনেক ঘরবাড়ির জানালা-দরজার কাচ ভেঙে চুরমার হয়ে গেছে।
কদমরসুল গ্রামের এক বাসিন্দা বলেন, ‘হঠাৎ বিকট শব্দে বাসার জানালার সব থাই গ্লাস ভেঙে পড়ে। তাই বাসার সবাইকে নিয়ে ভয়ে বেরিয়ে পড়ি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক কয়েক ঘণ্টা পর বাসায় ফিরি।’
দুর্ঘটনাকবলিত কন্টেইনার ডিপোটির বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে থাকা ডাকবাংলো মসজিদের জানালার কাচও ভেঙে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তত ২০ জন স্থানীয় বাসিন্দা। তারা গণমাধ্যমকে বলেন, ‘বিস্ফোরণের শব্দে শিশুরা ভয়ে কেঁদে ওঠে। এ সময় আশপাশের মসজিদের মাইকে বারবার ঘোষণা দেওয়া হয়- দুর্ঘটনাকবলিত এলাকায় না যেতে।’
Leave a Reply