আজকাল ডেস্ক।। মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি এই স্লোগান নিয়ে আজ ২৭ জুলাই সোমবার বিকাল ৩ টার দিকে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর বরিশাল ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউট এর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ এর সমাপনী উপলক্ষে দুর্গাসাগর দিঘি বরিশালে পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ.ম. রেজাউল করিম, এমপি ও মন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল অমিতাভ সরকার, উপপরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ বরিশাল, ড. মোঃ আনিছুর রহমান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বাবুগঞ্জ কাজী ইমদাদুল হক দুলাল, জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল মোঃ আবু সাইদ। উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ মোঃ আমীনুল ইসলাম, বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বরিশাল বিমল চন্দ্র দাসসহ বিভিন্ন কর্মকর্তারা। এ সময় শ.ম. রেজাউল করিম, মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উপস্থিত সকল অতিথিসহ দুর্গাসাগর দিঘিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মন্ত্রী বলেন, মাছে ভাতে বাঙ্গালী এই প্রবাদ এখন বাস্তব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। দেশের মানুষের মৎস্যের চাহিদা পূরণ করে আমরা বিদেশে মাছ রপ্তানি করার মতন সম্ভাবনা তৈরী হয়েছে। দেশীয় প্রজাতির অনেক মাছ এখন দেশ থেকে হারিয়ে যাচ্ছে। সেই সকল মাছ এখন দেশে গবেষণার মাধ্যমে চাষের ব্যবস্থা করা হয়েছে। চাহিদা তুলনায় দেশে এখন পর্যাপ্ত মাছের মজুদ রয়েছ। পরে সেখানে দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
Leave a Reply