শোক সংবাদ
সাধনা কর্মকার
===================
মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।।
নলছিটি জুয়েলার্স’র সত্বাধিকারী অরুণ চন্দ্র কর্মকার ও গৌতম কর্মকার, আমেরিকা প্রবাসী তরুণ কর্মকার (রবী কর্মকার) এবং অসীম কর্মকার’র মমতাময়ী মা নলছিটির এক সময়ের সনমধন্য স্বর্ণ শিল্পী কালী রঞ্জন কর্মকারের সহধর্মিণী শ্রীমতী সাধনা রানী কর্মকার ১২ জুলাই দিবাগত রাত রাত ১.২০ মিনিটে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। পরলোক গতার শেষকৃত্য নলছিটি পৌর শ্মশানে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply