স্টাফ রিপোর্টার:::ভোলা বোরহানউদ্দিন উপজেলায় একটি লঞ্চের ভিআইপি কেবিন থেকে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকালে হাকিমউদ্দিন লঞ্চ ঘাটে ফারহান-৮ লঞ্চ থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার শ্রীমন্ত্রপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল করিম এবং একই জেলার কোতোয়ালি থানার দক্ষিণ ঠাকুর পাড়া গ্রামের হুমায়ন কবিরের ছেলে লিমন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলামের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল ঢাকা থেকে ছেড়ে আসা ফারহান-৮ লঞ্চের একটি ভিআইপি কেবিন থেকে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ আব্দুল করিম ও লিমনকে আটক করে।
এ বিষয় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির (বিপিএম) বলেন, আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply