নিজস্ব প্রতিবেদক :: ১৫ টাকার রেশন কার্ডে ২’শ টাকা আদায় করার প্রতিবাদে দিনমজুর ও তার স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে ইউপির সদস্য ও তার সহযোগিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত ১০টার দিকে উজিরপুর থানাধীন শোলক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ ধামুরা বাজারের খান ফার্মেসির সামনে।
আহতরা হলেন- ওই এলাকার কাদের হাওলাদারের ছেলে আলম হাওলাদার এবং তার স্ত্রী সাবিনা বেগম।বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আলম জানান, দীর্ঘদিন ধরে ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ ধামুরা গ্রামে বর্তমান ইউপি সদস্য হুমায়ুন কবির টুলু ও তার লোকজন বিভিন্ন অনিয়ম করে আসছে। সম্প্রতি হতদরিদ্রের জন্য ১৫ টাকার রেশন কার্ডে ২০০ টাকা করে আদায় করছেন ইউপি সদস্য টুলু ও তার সহযোগীরা।
আলমের নিজের স্ত্রী সাবিনার নামে থাকা ১৫ টাকার রেশন কার্ডে ২০০ টাকা ঘুস দাবি করলে আলম ও তার স্ত্রী প্রতিবাদ করেন। একপর্যায় এরই জের ধরে ঘটনার দিন শনিবার রাত ১০টার দিকে খান ফার্মেসীর সামনে ইউপি সদস্য হুমায়ুন কবির টুলু ও তার ভাই সোহেল রানা (ওরফে বিডিআর সোহেল), মনির, রুবেল জুয়েলসহ অজ্ঞাতনামা কয়েকজন। পরিকল্পিতভাবে আলমের ওপর অতর্কিত হামলা করে এবং লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় আলমের স্ত্রী সাবিনা বেগম বাঁচাতে আসলে তাকেও শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায় হুমায়ুন কবির টুলুসহ অন্যান্য সহযোগীরা। ঘটনাস্থলে পরিস্থিতি থামাতে গিয়ে আহত হয় আলমের বড় ভাই সাবেক ইউপি সদস্য ফারুক হাওলাদার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে গুরুতর আলম ও সাবিনাকে বরিশালে ভর্তি করেন।
অভিযোগ রয়েছে, সোহেল রানা একজন পুলিশ সদস্য, পুলিশের দাপট দেখিয়ে ক্ষমতা অপব্যবহার করা হচ্ছে, সোহেল এলাকার সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বিভিন্ন অনিয়ম কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।’
এ ব্যাপারে উজিরপুর থানার অফিসার ইনচার্জ মমিন উদ্দিন জানান, এ ধরনের ঘটনা আমাকে কেউ এখন পর্যন্ত জানায়নি, তবে অভিযোগ দিলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply