নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ভোলা থেকে কাভার্ডভ্যানে রাজধানী ঢাকায় পাচারের সময় ২৪ ব্যারেল ভর্তি প্রায় ৪ হাজার ৩২০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ওই কাভার্ডভ্যানের চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোরে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে ওই তেল উদ্ধার করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, ভোলার দৌলতখান উপজেলা থেকে একটি কাভার্ডভ্যানে করে চোরাই তেল রাজধানী ঢাকায় পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা ইলিশা ফেরিঘাটে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২৪ ব্যারেল ভর্তি প্রায় ৪ হাজার ৩২০ লিটার সয়াবিনসহ দুইজনকে আটক করা হয়।
উদ্ধার তেলসহ ওই কাভার্ডভ্যানের চালক এবং হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে, জানান এই কর্মকর্তা।
Leave a Reply