মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে প্রাথমিক বিদ্যালয়ে ২জন প্রতিষ্ঠান প্রধান ও ২জন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
গতকাল ১৯ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টা থেকে স্বাক্ষাতকার শুরু করেন। নির্বাচনী বোর্ড স্বাক্ষাতকার গ্রহণ শেষে বিজয়ী শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের নাম ঘোষণা করে।
বোর্ডের বিবেচনায় নলছিটি উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন পূর্ব কুলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত রায় এবং মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ আক্তার। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পারভেজ মাহমুদ এবং নান্দিকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শর্বরী গোমস্তা।
এছাড়াও শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জনার্ধন দাস। বিদ্যুতসাহী সদস্য মোঃ কামাল হোসেন।
বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের প্রাথমিক শিক্ষক সমিতিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply