নোয়াখালীর সোনাইমুড়ীতে চায়ের দোকানে ইয়াবা বিক্রির সময় সাখাওয়াত হোসেন রিয়াজ (২২) ও আনোয়ার হোসেন রুবেল (২৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে অম্বরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব অম্বরনগর গ্রামের শাহজাহানের চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
এসময় আটক সাখাওয়াত হোসেন রিয়াজের কাছ থেকে ৪০০ পিস ও আনোয়ার হোসেন রুবেলের কাছ থেকে ২০০ পিস ইয়াবা দ্ধার করা হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ আটকের বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় পূর্ব অম্বরনগর গ্রামের শাহজাহানের চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply