নিজস্ব প্রতিবেদকঃঃ জেলার বাকেরগঞ্জ উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) দিনব্যাপী উপজেলার বিভিন্ন নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নিবার্হী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন। অভিযানে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। অভিযান চলাকালে কবাই ইউনিয়ন সংলগ্ন কারখানা নদী থেকে ২ জন জেলেকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাউফল উপজেলার মস্তফা মৃধার পুত্র মিলন মৃধা (২৭) ও জাহাঙ্গীর গাজীর পুত্র শাহিন গাজি (২৬)। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজর চন্দ্র শীল দুইজনকে এক বছরের জেল দেয়।
উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২২ পরিচালনায় বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, বাকেরগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্য, নৌ-পুলিশ ও কোস্ট গার্ড তৎপর ভূমিকা পালন করছে। জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রথমে এ বিষয়ে মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হয়েছে।
তারপরও কিছু অসাধু জেলে ও বোট মালিক নদীতে ইলিশ শিকারে যায়। তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা গ্রহণ করছে নৌ-পুলিশ, কোস্ট গার্ড, থানা পুলিশ ও মৎস্য অধিদফতর কার্যক্রম অব্যাহত রেখেছে।
Leave a Reply