নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজে শেখ রাসেল দিবস পালিত
মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।। নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজে শেখ রাসেল দিবস-২০২২ পালিত হয়েছ।
“শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক এই প্রতিপাদ্যে পালিত হলো শেখ রাসেল দিবস।
দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং শিক্ষার্থীদের আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৮ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টায় শেখ রাসেল’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোহম্মদ জলিলুর রহমান আকন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি ও নলছিটি উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ডাক্তার ইউসুফ আলী তালুকদার।
বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল,সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস। অনুষ্ঠান সঞ্চালনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ বেরদৌস।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply