স্পোটস ডেস্ক:
এই সময়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান লিটন দাস। টপ ফর্মে রয়েছেন এই ডান হাতি ব্যাটসম্যান। অ্যাডিলেডে ভারতের বিপক্ষে বিধ্বংসী ফিফটি করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালোই করেছেন লিটন। তার টেম্পারমেন্ট দেখে সবাই চমকে গেছে। ‘ছেলেটা কী খেলে!’ এমন সব প্রশংসা শুনেছেন লিটন। অবশ্য কাল ভয় পাইয়ে দিয়েছিলেন। হ্যামস্ট্রিংয়ের চোট এসে দুয়ারে হাজির। পরে স্বস্তি ফিরে এসেছে। ৬ নভেম্বর সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে খেলবেন লিটন।
বাংলাদেশ ক্রিকেট দল গতকাল পূর্ণ অনুশীলন করেছে। লিটন অনুশীলন করতে পারেননি। রিস্ক ফ্রি থাকতেই আসেননি গ্রাউন্ডে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিষ জানান, ‘তেমন কিছু হয়নি। আপাতত বিশ্রামে আছে। একটু টান লেগেছে, সেরে যাবে।’
এ বিশ্বকাপে বাংলাদেশ ২টি ম্যাচ জিতেছে। গতকাল মিডিয়া অপারেশন্স জালাল ইউনুস বলেন, ‘আমরা এই ফরম্যাটটিতে ভালো করছিলাম না। এখন ভালো করা শুরু করেছি। একটা প্রসেসের মধ্যে চলতে হচ্ছে আমাদের।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের হিসাবে এবারই ভালো করেছে বাংলাদেশ। পাকিস্তানকে হারাতে পারলে বিশাল অর্জন হবে। তাসকিন আহমেদও কাল এ ব্যাপারে কথা বলেছেন। তিনি মনে করেন, অসম্ভব নয় বটে। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো বিষয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন। শুধু একটি বিষয় মোমেন্টাম পরিবর্তন করতে পারে। যদি আমাদের বোলাররা ভালো বোলিং করতে পারে এবং প্রতিপক্ষকে ১৬০ বা ১৫০-এর মধ্যে আটকে রাখতে পারে। আমি মনে করি, আমাদের জয়ের ভালো সুযোগ আছে।
Leave a Reply