নিজস্ব প্রতিবেদক:::ভোলার তজুমদ্দিনে জেলে মো. বাবুল মাছ শিকার করতে গিয়ে মেঘনা নদীতে পড়ে নিখোঁজের ৩দিন পর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।
বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে তাঁর মরদেহ ভাসতে দেখে কোষ্টগার্ডকে খবর দেয়। পরে কোষ্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তারা তাঁর মরদেহ উদ্ধার করে তজুমদ্দিন থানায় নিয়ে যান।
বাবুল তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. খলিলুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার( ৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার রামপ্রসাদ মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলার নোঙর করতে গেলে পায়ে রশি পেঁচিয়ে নদীতে পড়ে যায় বাবুল। এরপর কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ৪ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়েও তাঁর কোনো খোঁজ পায়নি।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের ৪ কিলোমিটার দূর মেঘনা নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। লাশের দেহে পচন ধরেছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Leave a Reply