বয়স সবে ১৬ হলো। পেশাদার ক্যারিয়ারের শুরুতেই রেকর্ডের বন্যা বয়ে দিচ্ছেন। সবচেয়ে কম বয়সে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব প্যালমেইরাসের হয়ে গোল করেছেন, সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ব্রাজিলিয়ান লিগে গোল করার রেকর্ডও এখন তার ঝুলিতে রয়েছে।
কোন খেলোয়াড়ের কথা বলা হচ্ছে? ব্রাজিলের নতুন বিস্ময় বালক এন্দরিক ফিলিপে মরেইরা। বলা হচ্ছে, ব্রাজিলে নেইমারের পর সবচেয়ে বড় ট্যালেন্টের কথা। সবাই এন্দরিক নামেই চেনে এখন। মাত্র ষোলো বছর বয়সেই যাকে নিয়ে শুরু হয় কাড়াকাড়ি। নেইমার অবসরের পরবর্তী ব্রাজিলিয়ান নাম্বার টেন।
ব্রাজিলের ওয়ান্ডার বয় এন্ড্রিক ফিলিপ অবশেষে যোগ দিলেন রিয়াল মাদ্রিদেই। যদিও অফিসিয়ালি ক্লাব এখনও কিছু জানায়নি; তবে স্কাই স্পোর্টসের সাংবাদিক ফাব্রিজিও রোমানো বলেছেন ইতোমধ্যেই এনড্রিকের সঙ্গে মৌখিক চুক্তিতে পৌঁছেছে ১৪ বারের রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগ জেতা ক্লাবটি।
ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে ৬০ মিলিয়ন ইউরোতে রিয়ালে যোগ দিচ্ছেন এন্ড্রিক। এই ফি’র সাথে যোগ করতে হবে ট্যাক্সের ১২ মিলিয়ন ইউরোও। সর্বমোট ৭২ মিলিয়ন ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮০ কোটি টাকা) ইউরোপের সেরা ক্লাবে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান এই তরুণ তারকা।
রোমানো জানিয়েছেন, রিয়ালের সঙ্গে মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে এনড্রিকের। ডিসেম্বরের মধ্যেই বিষয়টি অফিসিয়াল করবে স্প্যানিশ ক্লাবটি।
যদিও ১৮ বছর পূর্ণ হওয়ার আগে রিয়ালে যোগ দিতে পারবেন না এই ব্রাজিলিয়ান। ২০০৬ সালে জন্মগ্রহণ করা এনড্রিকের ১৮ বছর পূর্ণ হবে ২০২৪ সালে। তখনই লস ব্লাঙ্কোস শিবিরে ভিড়তে পারবেন তিনি।
ব্রাজিলের এই কিশোরকে বিশ্বের সেরা ট্যালেন্টদের একজন ধরা হচ্ছে। সম্প্রতি পালমেইরাসের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েন তিনি।
এছাড়া বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করে দিন দিন আরও পরিণত হয়ে ওঠছেন ব্রাজিলিয়ান এই কিশোর।
চলতি মৌসুমেই ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব প্যালমেই রাসে পেশাদার ক্যারিয়ার শুরু করেছেন এন্দরিক। প্রথম মৌসুমেই ক্লাবটির হয়ে জিতেছেন ব্রাজিলিয়ান সিরি’আ শিরোপা। এ সময় প্যালমেইরাসের জার্সিতে ৭ ম্যাচ খেলে গোল করেছেন ৩টি।
আর টাইমস/ এসএইচ
Leave a Reply