বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মরক্কোর বিপক্ষে দলের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে সাইড বেঞ্চে বসিয়ে রেখেছে পর্তুগাল।
কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রথম একাদশে নেই দলটির সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে বাইরে রেখেই প্রথম একাদশ ঘোষণা করেছেন পর্তুগালের কোচ ফের্নান্দো স্যান্টোস। সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে যে ১১ জন শুরু থেকে ছিলেন, মরক্কোর বিপক্ষে তাদেরই মাঠে নামালেন কোচ ফের্নান্দো।
সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোর পরিবর্তে খেলতে নেমে হ্যাটট্রিক করেন গনসালো রামোস। সেই খেলার পর রামোসকে বসিয়ে রাখার ঝুঁকি নিতে পারেননি পর্তুগালের কোচ।
তাই মরক্কোর বিপক্ষে প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবল খেলাতে চান রামোস। তার জন্য তরুণ ফুটবলারদের দরকার। সেই কারণেই হয়তো রোনালদোকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছেন তিনি। তবে আগের ম্যাচের মতো এই ম্যাচেও পরিবর্ত খেলোয়াড় হিসাবে মাঠে নামতে পারেন রোনালদো।
Leave a Reply