নিজস্ব প্রতিবেদক:::অসহায় ও নিপিড়িত মানুষের পাশে থাকা তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে মহামারি সর্বদাই তাঁকে অগ্রভাগে থেকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে দেখা যায়। এবার তিনি শীতার্ত মানুষকে উষ্ণতা দিতে মাঠে নেমেছেন। বলছিলাম বিএনপি নেত্রী অ্যাডভোকেট বিলকিছ জাহান শিরিনের কথা। এই নারী নেত্রীকে এবার গভীর রাতে শহরে অলিগলিতে ঘুরে ঘুরে অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিতে দেখা গেছে। বিলকিছ জাহান শিরিন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ।
এই নেত্রীর অনুগত বরিশাল বিএনপি নেতা মুশফিকুল হাসান মাসুম জানান, বিগত দিনের ন্যায় এবারের শীতেও বিলকিছ জাহান শিরিন বরিশাল নগরীতে ঘুরে ঘুরে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন। বিশেষ করে গভীর রাতে শহরের বিভিন্ন অলি-গলিতে প্রবেশ করে রাস্তার পাশের ভ্রাম্যমাণ নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে। এছাড়া পথশিশু থেকে শুরু ছিন্নমূল মানুষের শীত নিবারণের লক্ষে বস্ত্র বিতরণ করে চলছেন। কয়েকদিন ধরে তিনি এভাবে শীতবস্ত্র বিতরণ করলেও বিষয়টি মিডিয়া কিংবা কাউকে অবহিত করেননি। যে কারণে বিষয়টি আলোচনায় আসেনি।
বিএনপি নেতা মাসুম জানান, তার নেতা শিরিন রাজনীতির মাঠে যেমন সোচ্চার, ঠিক তেমনই মানবিকও বটে। করোনা দুর্যোগেও তিনি বেশ ইতিবাচক ভুমিকা রেখেছিলেন। সাধারণ মানুষের মাঝে খাদ্যসামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার, মাক্স ও পিপিই বিতরণসহ এ রোগ থেকে বাঁচতে সচেতনতায় কাজ করেছেন। এবার এই নেত্রীকে গভীর রাতে দেখা গেল শীতবস্ত্র নিয়ে শহরের সড়ক ও অলি-গলিতে।
ফুটপাথে ভ্রাম্যমাণ ব্যবসা করে এমন কয়েকজনের সাথে কথা বলে জানা গেল, বিএনপি নেত্রী শিরিন কয়েকদিন ধরেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। বিশেষ করে তিনি অলিগলিতে ঘুরে ঘুরে অসহায় মানুষকে খুঁজে বের করে শীতবস্ত্র হাতে তুলে বা পরিয়ে দিচ্ছেন।
এক্ষেত্রে শিরিনের সোজাসাপ্টা ভাষ্য হচ্ছে, এখানে নতুনত্বের কিছু নেই, তাই কাউকে জানানো বোধ করেননি। প্রতিবারের ন্যায় এবারও নগর ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করছেন। এমন বক্তব্যে ফুটে তাঁর মানবিক বোধ কতটা।
মানবিক এই রাজনৈতিক শুধু সমাজকল্যাণমূলক নয়, রাজনীতির মাঠেও রয়েছে অনেকের চেয়ে এগিয়ে। বিশেষ করে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সামনের সারিয়ে থেকে শিরিনকে নেতৃত্ব দেওয়া এবং দলীয় সকল কর্মসূচিত পালনে অগ্রভাগে দেখা যায়। বরিশাল বিএনপির বড় একটি অংশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি।
মন্তব্য এসেছে বিএনপি নেত্রী শিরিন যে মানবিক এর আগেও একাধিকবার প্রমাণ দিয়েছেন। কর্মী-সমর্থক থেকে শুরু করে যে কারও বিপদে তিনি এগিয়ে আসেন এবং কোন মানবিক দৃষ্টান্ত রাখেন।’
Leave a Reply