বগুড়ার ধুনটে আহসান হাবিব নামের এক পুলিশ সদস্যের ঘরে ঢুকে তার মা জোবেদা খাতুনকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জোবেদা খাতুন ওই গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী। পুলিশ সদস্য আহসান হাবিব বান্দরবন জেলা সদরে কর্মরত আছেন।
জানা গেছে, জোবেদা খাতুন বাড়িতে একা ছিলেন। রাতে দুজন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এসময় জোবেদা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তবে তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যান। তাকে আহতাবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। কি কারণে এমন ঘটনা ঘটেছে সেটা জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
Leave a Reply