পিরোজপুরের ভান্ডারিয়ায় পলাশ চন্দ্র মিত্র (৪০) নামের এক ইউপি সদস্যর উপর হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভান্ডারিয়ার দক্ষিণ শিয়ালকাঠি এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা ওই ইউপি সদস্যকে হাতুড়িপেটা করে আহত করে।
ঘটনায় অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভান্ডারিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই ইউপি সদস্য। পলাশ চন্দ্র মিত্র উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারী বুনিয়া গ্রামের ইউপি সদস্য ও একই এলাকার মৃত কামিনি কুমার মিত্রর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ভান্ডারিয়া বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন পলাশ চন্দ্র।পথে দক্ষিণ শিয়ালকাঠির ডা. বিশ্বজিতের বাড়ির সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে ৫ জন অজ্ঞাত সন্ত্রাসী এসে ইউপি সদস্যের উপর হামলা করে।
লোহার হাতুড়ি দিয়ে পলাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তার ডাক-চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা।সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ইউপি সদস্য মনিরুল ইসলাম ও ফিরোজ মুন্সিকে গুলি করে হত্যা করবে বলে হুমকি দিয়ে যায়।
এ ঘটনায় ভান্ডারিয়া উপজেলার মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, আমরা জীবনের নিরাপত্তা চাই এবং হামলাকারীদের শনাক্ত করে বিচারের দাবি জানাই। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আসিকুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply