মধ্য রাত থেকে শেষ হচ্ছে পটুয়াখালী কলাপাড়া উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারনা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে শেষ সময়েও প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে বিদ্যমান নানা সমস্যার সমাধানে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা।
এদিকে সুষ্ঠ নির্বাচন নিয়ে অধিকাংশ প্রার্থী শংকায় থাকলেও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষে নির্বাচনী মাঠে বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
উপজেলা নিবাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৬ মার্চ কলাপাড়া উপজেলার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডাব্লুগঞ্জ ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৪৫ টি ওয়ার্ডের ৪৫ টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলবে এসব ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন।
নির্বাচনে ৫৭ হাজার ৩শ‘ ৩০ জন ভোটারের বিপরীতে ২০ জন চেয়ারম্যান পদে, ১শ‘ ৪১ জন সাধারন সদস্য পদে ও ৫০ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করছেন।
Leave a Reply