মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে নলছিটিতে র্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৪ এপ্রিল শুক্রবার উপজেলা প্রশাসন’র আয়োজনে পরিষদ মিলনায়তনে এ সব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নববর্ষ উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বহী অফিসার জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, নলছিটি থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) ফারুক হোসেন, সাধারন সম্পাদক জার্নধন দাস, মোল্লারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ,প্রাথমিক শিক্ষা অফিসার মোহম্মদ রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক মো.আমির হোসেন।
Leave a Reply