মিলন কান্তি দাস, নলছিটি, ঝালকাঠি: রাতের আঁধারে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকায় সরকারি জমি দখল করে রাতের আঁধারে নির্মাণ করা ঘর ভেঙে দিয়েছে প্রশাসন।
স্থানীয় এক ইউপি সদস্যের দুই ভাই সোহেল মোল্লা ও জুয়েল মোল্লার বিরুদ্ধে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। সরকারি জায়গায় রাতের আঁধারে নির্মাণ করা অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছে প্রসাশন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটির দপদপিয়ার পুরাতন ফেরিঘাট এলাকায় সেন্টু মার্কেটের সামনে সড়ক ও জনপদের জায়গা দখল করে হাট বসানোর পায়তারা করেছিল স্থানীয় বাসিন্দা সোহেল মোল্লা ও জুয়েল মোল্লা। সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলার খবর পেয়ে উপজেলা প্রশাসন পুলিশের সহায়তায় তা ভেঙে দিয়েছে।
এ ব্যাপারে সেন্টু মার্কেটের স্বত্ত্বাধিকারী সহিদুল ইসলাম জানান,তারা সরকারি জমির উপর অবৈধভাবে ঘর নির্মানের চেষ্টা করায় স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে তারা সবকিছু ফেলে পালিয়ে যায়।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান বলেন, দপদপিয়া ইউনিয়নে সড়ক ও জনপদের জমি দখল করার চেষ্টা করা হয়েছিল। প্রশাসনের নির্দেশে পুলিশ সেই স্থাপনা সরিয়ে দিয়েছে।
দপদপিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আবু মুসা বলেন, অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ পেয়ে তা কার্যকর করেছি।
Leave a Reply