মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৮ মে সোমবার সকাল ১০টায় কর্মশালা শুরু হয়। উপজেলা নির্বহী অফিসার জান্নাত আরা নাহিদ’র সভারে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহম্মদ আবুল বাশার স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান সেন্টু,এইচ এম আখতারুজ্জামান বাচ্চু,শিক্ষক সমিতির সভাপতি মোহম্মদ জলিলুর রহমান আকন্দ প্রমুখ।
পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশণ (পিবিজিএসআই) স্কিম এর আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটির সভাপতিরা এ কর্মশালায় অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন ও শিক্ষক আমির হোসেন।
Leave a Reply