নলছিটিতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ হিসেবে বকনা বাছুর ও ছাগল বিতরণ করা হয়েছে।
২৪মে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ,নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু।
পরে তিনি খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী সভা এবং নাচনমহল ইউনিয়ন পরিষদের আয়োজনে সূধী সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক কাজের বর্ননা দেন। এবং আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
Leave a Reply