মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি ।। নলছিটিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র (অনুর্ধ-১৭) ফাইনালে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের এ টুর্নামেন্টের ফাইনালে গত ১৭ জুন বিকেলে ঐতিহ্যবাহী চায়না মাঠে নলছিটি পৌরসভা একাদশ ও কুশঙ্গল ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করে। নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে ব্যার্থ হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৫-৪ গোলে কুশঙ্গল ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পৌরসভা একাদশ। পরবর্তীতে জেলা পর্যায়ের খেলায় নলছিটির হয়ে অংশ গ্রহন করবে নলছিটি পৌরসভা একাদশ।
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আ’লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আ: ওয়াহেদ খাঁন, নলছিটি থানা অফিসার ইন চার্জ মু. আতাউর রহমান,বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডোর সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী (দুলাল), ডাক্তার রাসেল ঢালী,ক্রীড়া সংস্থার সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো, ইউনিয়ন চেয়ারম্যান মো: আক্তারুজ্জামান বাচ্চু, মো: আলমগীর সিকদার,শিক্ষক আমির হোসেন, মোহম্মদ আলমগীর হোসেন, সৃংস্কৃতি কর্মী তপন কুমার দাস প্রমুখ।
খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মাঠ পরিচালক ছিলেন অরবিন্দ পোদ্দার তপু, রাহাত মল্লিক ও শাকিব শাহরিয়ার।
Leave a Reply