বরিশালে নামাজরত বাক প্রতিবন্ধী ও বোবাকে কুপিয়ে হত্যা চেষ্টা
নিজস্ব প্রতিবেদক ::বরিশালে জমি সংক্রান্তের জেরে ভাইয়ের হাতে বাক প্রতিবন্ধী ও বোবা বোনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া যায়। স্থানীয়রা ডাক চিৎকার শুনে ঘটনা স্থাল থেকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। রোববার (২৫জুন) সন্ধ্যা ৮ টার সময় ঘটনা ঘটে।
নগরীর ৪নং ওয়ার্ড রকেয়া আজিম সড়ক সাহেবের (পুকুর পাড়) এলাকার বাসিন্দা মৃত মোছেল উদ্দিনের মেয়ে হাজেরা বেগম (৪৫)। স্থানীয় রেজাউল ইসলাম জানান,মৃত মোছেল উদ্দিনের ছেলে মোঃ কালাম হোসেন ও তার পুত্র সুজন দীর্ঘদিন ধরে বাক প্রতিবন্ধী ও বোবা (বোন) হাজেরা বেগমের পৈত্রিক সম্পত্তির বসবাসের ঘর দখল করার জন্য আজকে রাতে নামাজরত অবস্থায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও বলেন, কালাম হোসেন ও তার পুত্র সুজনসহ ৬/৮ জন মিলে বোনের জমি আত্মসাৎ করায় ব্যর্থ হয়ে বোবা বোনকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেন। এবিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুর রহমান মুকুল জানান, বিষয়টি শুনে ঘটনা স্থালে পুলিশ পাঠিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে। আহত পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply