চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেন স্কুলে ছুরি হামলার ঘটনায় ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন।বিবিসিকে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তারা উ নামের ২৫ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে।লিংজাং কাউন্টির স্থানীয় নগর সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে এক শিক্ষক, দুই অভিভাবক ও তিন শিক্ষার্থী রয়েছে।
সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে হামলার ঘটনাটি ঘটে, এরপর ৮টায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।এটি একটি ‘ইচ্ছাকৃত হামলার’ ঘটনা বলে জানিয়েছে পুলিশ।চীনে সহিংসতা হামলার ঘটনা বিরল, কিন্তু গত কয়েক বছরে দেশটি পরপর বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা দেখেছে যার
অনেকগুলোই ঘটেছে স্কুলে।গত বছরের অগাস্টে জিয়াংশি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলার এক ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছিল। ২০২১ এর এপ্রিলে হুয়াংশি সুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বেইলিউ শহরে ছুরি হামলার আরেক ঘটনায় দুটি শিশু নিহত ও ১৬ জন আহত হয়েছিল।
Leave a Reply