ভোলার লালমোহনে পারিবারিক বিরোধের জেরে আপন তিন ভাই জোট বেঁধে হামলা চালিয়ে মো. মোকতার হোসেন নামের আরেক ভাইকে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকালে উপজেলার বদরপুর ইউনিয়নের চরটিটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ জানান, মোকতার আমার বোন জামাই। রোববার বিকালে সে বাগানের সুপারি টাক লাগিয়ে স্থানীয় মৃধার পোল এলাকার আকতারের দোকানে এসে বসে। কিছুক্ষণ পর মোকতারের আপন তিন ভাই নজরুল, ধলু এবং নাছির দেশীয় অস্ত্র দা-লাঠি নিয়ে মোকতারের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের দা-এর কোঁপে গুরুতর জখম হয় মোকতার। সে চিৎকার দিলে হামলাকারীরা তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় মোকতারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মোকতারকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান এই ইউপি সদস্য।
ঘটনার ব্যাপারে জানতে অভিযুক্তদের মধ্যে নজরুলকে মুঠোফোনে কল দিলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোনের সংযোগ কেটে দেন। পরে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে নজরুলের নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ভাইয়ের ওপর ভাইদের জোট বেঁধে হামলার ঘটনায় এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনা শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Leave a Reply