নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পরে মো. হেজু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। হেজু মিয়া বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর গ্রামের কাজিমুদ্দিন হাওলাদার বাড়ির আব্দুল মালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে দিকে হেজু মিয়া তার বাড়ির সামনের রাস্তার পাশে গাছে উঠে ডাল কাটছিল। ডাল কাটার এক পর্যায়ে তিনি গাছ থেকে পরে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। মির্জাকালু পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মাসুম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply