বন্ধুর হাতে বন্ধু খুন, পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের তিন দিন পর লাশ উদ্ধার।
নেছারাবাদ (স্বরুপকাঠী) প্রতিবেদক।। পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের তিন দিন পর হাসানুর রহমান অপু (৩৫) নামের এক ব্যবসায়ীর মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ অক্টোবর) সকালে জেলার নেছারাবাদ উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের দক্ষিণ শেহাংগল গ্রামের রুম্মান শেখের খড়ের গাদার পাশে লাশটি পাওয়া যায়। পিরোজপুরের (কাউখালী-নেছারাবাদ) সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হাসানুর রহমান অপু জেলার নেছারাবাদ উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের দক্ষিণ শেহাংগল গ্রামে বাসিন্দা। অপরদিকে রুম্মান শেখ নিহত হাসানুর রহমান অপুর বন্ধু। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে রুম্মানের মা, বোন ও ভাইয়ের মেয়েকে আটক করে থানায় নিয়েছে।
শনিবার সকালে স্থানীয়রা রুম্মানের বাড়ির পাশে সুপারি পাড়তে গিয়ে খড়ের গাদার পাশ থেকে পচা গন্ধ পাচ্ছিলেন। তারা বিষয়টি অন্যদের জানালে তারা খুঁজতে গিয়ে অপুর লাশ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নিহতের চাচাত ভাই মো. নজরুল ইসলাম বলেন, ‘হাসানুর রহমান অপুর স্ত্রী থাকতেন খুলনা শহরে। অপু ব্যবসার জন্য গ্রামের বাড়িতে থাকতেন। তিনি গ্রামে বসে রুম্মান শেখের সঙ্গে সুপারির ব্যবসা করতেন। ৪ অক্টোবর রুম্মানের সঙ্গে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। পরে ৫ অক্টোবর তার স্ত্রী খুলনা থানায় সাধারণ ডায়েরি করেন।’
বন্ধুর খড়ের গাদার পাশে মাটিচাপা নিখোঁজ ব্যবসায়ীর লাশ
বাড়ির সামনে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
তিনি আরও বলেন, ‘রুম্মান শেখের সঙ্গে ব্যবসা বিধায় অপু তাকে কিছু দিন আগে আট লাখ টাকা দেন। টাকাটা আজকাল দেওয়ার কথা বলে রুম্মান টাকা ফেরত দেননি। ৪ অক্টোবর রুম্মান ভাইকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ।’
পিরোজপুরের (কাউখালী-নেছারাবাদ) সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসানুর রহমান অপুকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
Leave a Reply