নলছিটিতে মা ইলিশ শিকার করায় আটক ২
মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভ্রাম্যমান আদালতে ২ জেলেকে ১ বছর করে কারাদন্ড প্রদান করেছে।
২০অক্টোবর শুক্রবার সকালে মৎস্য অধিদপ্তরের নিয়মিত অভিযানের সময় পৌরসভার সুগন্ধা নদীর অনুরাগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুরের আবুল হোসেনের ছেলে ফজলে রাব্বি (২৮) এবং বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শাকবুনিয়া গ্রামের মোঃ হেয়ামেত মোল্লার ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩০)।
আটকের সময় তাদের কাছ থেকে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও চার কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে এবং ইলিশ মাছ ইয়াতিমখানায় বিতরন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী মোহন মিস্ত্রি।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বার্হী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের কোন ছাড় দেয়া হবে না। মৎস্য সংরক্ষন-১৯৮৫ অনুযায়ী তাদেরকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
Leave a Reply