ঝালকাঠিতে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু
আজকাল ডেস্ক।। ঝালকাঠিতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি-ষাইটপাকিয়া সড়কের সৈয়দ বাড়ির সেতুতে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সদর উপজেলার নথুল্লাবাদ গ্রামের মনির হোসেনের স্ত্রী লাইজু বেগমের (৩৫) রক্তচাপ কমে যায়। মঙ্গলবার সকালে তাকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে স্বামী মনির হোসেন ঝালকাঠি চিকিৎসকের কাছে রওনা হন। স্থানীয় সৈয়দ বাড়ির সামনের একটি সেতুতে ওঠার সময় পেছন থেকে ছিটকে পড়ে যান লাইজু বেগম। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাইজু বেগমের দুই সন্তান রয়েছে।
নিহতের স্বামী মনির হোসেন বলেন, লাইজু অসুস্থ ছিলেন, তাই মোটরসাইকেল নিয়ে সেতুতে ওঠার সময় অসাবধানতাবশত পড়ে যান। তাঁর মাথায় আঘাত লাগার কারণে মৃত্যু হয়েছে।
Leave a Reply