যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের দুটি গাড়ির সংঘর্ষ হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। খবর এনডিটিভির
স্থানীয় সময় রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন।প্রত্যক্ষদর্শী জানান, প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি তাদের নির্বাচনী প্রচারণা শেষে হেডকোর্য়ার্টার থেকে বের হওয়ার পরপরই তাদের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিস এজেন্টরা বাইডেনকে তার গাড়িতে নিয়ে যাচ্ছে। গড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর নিরাপত্তা কর্মকর্তারা তা নিয়ে যান।
Leave a Reply