মেজর আখতারের নির্বাচনী প্রচারণায় যা বললেন এমপি নূর মোহাম্মদ মেজর আখতারের নির্বাচনী প্রচারণায় যা বললেন এমপি নূর মোহাম্মদ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : hafija khan : hafija khan
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সমন্বয় পরিষদ বরিশাল’র নির্বাচন অনুষ্ঠিত। সভাপতি আলহাজ্ব কে.এম তারেকুল আলম অপু সাধারন সম্পাদক মোঃ অলিউল ইসলাম – ঝালকাঠির শ্রেষ্ঠ সম্মাননা পুরষ্কার পেল বন্ধুমহল ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নলছিটিতে দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা হেফাজতের নলছিটি উপজেলার কমিটি গঠন : সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক হানযালা নোমানী নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত বিজয় দিবসে নলছিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত নলছিটি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন , মোহসীন আহবায়ক, মিঠু সদস্য সচিব  নলছিটিতে বিএনপি নেতা গিয়াস মাঝির স্মরণ সভা  সাংবাদিক মিলন কান্তি দাসের পিতার ৪০তম মৃত্যু বার্ষিকী আজ

মেজর আখতারের নির্বাচনী প্রচারণায় যা বললেন এমপি নূর মোহাম্মদ

Reporter Name
  • আপডেটের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮ সময় দর্শন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির দুইবারের সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন (ট্রাক) কে সমর্থন দিয়েছেন এ আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ। তিনি প্রথমবারের মতো রোববার সন্ধ্যায় মেজর আখতারের নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য রেখেছেন। নিজ এলাকা কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মীরের পাড়া এলাকায় বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য নূর মোহাম্মদ আওয়ামী লীগের এমপি হয়েও নির্বাচনে মেজর আখতারের ট্রাককে সমর্থন দেওয়ার কারণ ব্যাখ্যা করে। তিনি বলেন, মেজর সাহেবকে সমর্থন দেয়ার এক নম্বর কারণ হলো, বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ আমাদেরকে দল-মত নির্বিশেষে স্বতন্ত্র যিনি প্রার্থী হবেন, তাকে সমর্থন দেয়ার কোথাও বাধা নেই। আগে যেমন বাধ্যবাধকতা ছিলো, আপনি যে দল করবেন এই দলের প্রার্থীকে আপনার সমর্থন দিতে হবে, তার পক্ষে কাজ করতে হবে, তাকে ভোট দিতে হবে। আগের এই বাধ্যবাধকতা যদি থাকতো, তাহলে আমি নৌকাকে সমর্থন দিতাম, নৌকার পক্ষে কাজ করতাম। এমপি নূর মোহাম্মদ যোগ করেন, দুই নম্বর বিষয় হলো, আমার খুব খোলামেলা কথা, আমাদের যে অন্য দুইজন প্রার্থী আছে, তাদেরকে আমি অপছন্দ করি, কোনভাবেই তাদেরকে আমি পছন্দ করতে পারি না। মেজর আখতারকে সমর্থন দেয়ার এটি একটি কারণ, এই তিনজনের মধ্যে উনি সবচেয়ে ভালো প্রার্থী। উনি একজন সাহসী মানুষ, মুক্তিযোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করেছেন, তাকে সাপোর্ট দিচ্ছি। আরেকটা কথা হলো যে, আমাদের দেশে স্রোতের বিপক্ষে যাওয়া, সত্য কথা সাহস করে কথা বলার মানুষের খুব অভাব।

উনার মধ্যে এটা আছে যা আমাদের অন্য কারো মধ্যে নেই। এসব কারণেই আমি মেজর আখতারকে সবচেয়ে যোগ্য এবং ভালো প্রার্থী হিসাবে আমি মনে করি এবং আপনারা নিশ্চয়ই মনে করেন এজন্যে এখানে এসেছেন। সবাইকে মেজর আখতারের পক্ষে কাজ করার অনুরোধ জানিয়ে সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদেরকে আহ্বান জানাবো, কটিয়াদী-পাকুন্দিয়ার নির্বাচনী এলাকার আমাদের যারা আছেন, আপনারা মেজর আখতারের পক্ষে আপনারা কাজ করবেন। উনি ভালো মানুষ, সাহসী মানুষ, মুক্তিযোদ্ধা এবং উনি নির্বাচিত হলে এ এলাকার মানুষদের জন্য অনেক ভালো হবে। উনার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি এটা হলো, কোন ধানাই-পানাই নাই। আমরা যখন যে কাজ করি, আমরা নিজের স্বার্থটা আগে দেখি। এবং আমি নিজে মনে করি যে, উনার যে সাহস আছে, এ সাহসটা আমার নেই, আমার আরও একশ’ বছর লাগবে উনার মতো সাহসী হতে। এজন্যে আমার চেয়ে ভালো, আমার চেয়ে সাহসী একজন মানুষকে আমি বেছে নিলাম। আপনারাও আশা করবো, তার পক্ষে কাজ করবেন, তাকে ভোট দিয়ে আপনার আপনাদের এমপি নির্বাচিত করবেন, যাতে পরবর্তী পাঁচ বছর উনি যেন আপনাদেরকে সেবা করতে পারেন, আপনাদেরকে যেন ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারেন, এ এলাকার যে নানা ধরণের সমস্যা আছে, উনি সাহসের সাথে এগুলো মোকাবেলা করবেন, যে সাহসটা আমার ছিলো না, সে সাহসটা উনার আছে। আমি উনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
কিশোরগঞ্জ-২ আসনে দুইজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ (নৌকা), দুই স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন (ট্রাক) ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহ্রাব উদ্দিন (ঈগল), গণতন্ত্রী পার্টির প্রার্থী মো. আশরাফ আলী (কবুতর), এনপিপি প্রার্থী আলেয়া (আম), গণফ্রন্ট প্রার্থী মীর তৈয়ব মো. রেজাউল কবির (মাছ) এবং বিএনএফ প্রার্থী মো. বিল্লাল হোসেন (টেলিভিশন)।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর আবদুল কাহার আকন্দ এমপি নূর মোহাম্মদের বাসভবনে গিয়েছিলেন। তখন এমপি নূর মোহাম্মদ তার সমর্থক নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ প্রার্থী আবদুল কাহার আকন্দকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর এমপি সমর্থক নেতাকর্মীদের অনেকেই নৌকার পক্ষে প্রচার-প্রচারণায় সক্রিয় ছিলেন। এরপর গত ২৪শে ডিসেম্বর রাতে মেজর আখতারকে আনুষ্ঠানিকভাবে এমপি নূর মোহাম্মদ সমর্থন দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর