পটুয়াখালী জেলার ৪টি আসনে বে-সরকারী ভাবে নির্বাচিত হলেন
পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে এবিএম রুহুল আমিন হাওলাদার,
পটুয়াখালী-২ আসনে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছে নৌকা প্রতিকের আ স ম ফিরোজ,
পটুয়াখালী-৩ আসনের বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছে নৌকা প্রতিকের এস এম শাহাজাদা,
পটুয়াখালী-৪ আসনে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছে নৌকা প্রতিকের মহিববুর রহমান। জানা গেছে পটুয়াখালী-১ আসনে মহাজোটের প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার ৫৪৬৩৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
লাঙ্গল প্রতীক নিয়ে তিনি ৮১৫০৮ ভোট পেয়েছেন।
আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দীন তালুকদার ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৮৭৪ ভোট।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ হয়। এরপর মোট ১৫৯ কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে রাত পৌনে ৮টার দিকে এ ফলাফল জানা যায়।
অপরদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের মো. মহিববুর রহমান (নৌকা) প্রতীক নিয়ে ৫৬২৫৯ ভোট পেয়ে বেসরকারিভোবে বিজয়ী হয়েছেন। রোববার (০৭ জানুয়ারি) স্থানীয় সূত্রে প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে মো. মহিববুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের মো. মহিববুর রহমানের নিকটতম প্রতিদ্বিন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবুর রহমান (ঈগল) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৪২০। এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (মশাল) পেয়েছেন শূন্য ভোট, বাংলাদেশ কংগ্রেসের জাহাঙ্গীর হোসাইন (ডাব) নিয়ে শূন্য ভোট পেয়েছেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম লিটন (ট্রাক) প্রতীক নিয়ে পেয়েছেন শূন্য ভোট ও জাতীয় পার্টির আ. মন্নান হাওলাদার ( লাঙ্গল) নিয়ে শূন্য ভোট পেয়েছেন।
পটুয়াখালী-৪ আসন: নং ১১৪, মোট কেন্দ্র: ১১০
এ আসনে মোট ভোটার ২৯০,৬৮৮, মোট কেন্দ্র ১১০ এবং পুরুষ ভোটার ১৪৬,৮৬১ ও নারী ভোটার ১৪৩,৮২৪।
Leave a Reply