মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি :- জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় খ গ্রুপের দেশাত্ববোধক সংগীতে দ্বিতীয় হয়েছে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থ অন্বেষা বর্মন। ০৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা ওসমানী মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ পুরস্কার তুলে দেয়া হয়।
অন্বেষা বর্মন নলছিটি কলেজের সাবেক অফিস প্রধান উত্তম কুমার মালো ও সিনিয়র স্টাফ নার্স গীতা রানীর তৃতীয় কন্যা। সে জানায় ছোট বেলা থেকেই মা-বাবা, দিদিরা এবং গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের অনুপ্রেরনায় গান শিখছে। আগামী দিন গুলিতেও পড়াশোনার পাশাপাশি সংগীতের চর্চা করতে চায়। অন্বেষার এ সফলতায় অভিনন্দন জানিয়েছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান আকন্দ।
Leave a Reply